Sunday, October 7, 2018

জীবনের প্রথম বসন্তের প্রথম বিরহের কবিতা।রোমান্টি কবিতা।প্রেমের কবিতা।

 

নামহীন- বসন্ত বিরহের প্রেমের কবিতা

-মো:ফরিদ হোসেন

প্রেমের কবিতা


ফাগুনের শেষ বেলা,
সন্ধা নেমেছে কিছু আগে।
মৃদ হাওয়ার বৃষ্টিতে-
সিক্ত হচ্ছে
আমার ঘরের আংঙ্গিনা,

আকাশ জুরে মেঘ,
তারারা সব চলে গেছে,
মেঘলা আধার ফুরে।
আমার হিদয়াকাশের
অনেক স্বপ্ন গাথা চাদটিও
হারিয়ে গেছে আজ।
দু:সময়ের অতলে।
দুরের কোন সুখী নীড়ে।

হয়তো শুর বাজে সানাইয়ের
বাতাসে বাতাসে তারি গুন্জন।
আমার বাতায়ন পাশের চন্দ্রমল্লিকা
বাতাসে ছরায় প্রেমবাত্রা,
তায় আধারেই শোনা যায় -
ভ্রমরের প্রেমালাপ।

হয়তো খনস্থায়ী এ প্রেম,
কোন এক মহুর্তে শাখা হতে-
ঝরে যাবে চন্দ্রমল্লিকা তারপর-
মিশে যাবে একদিন মাটির বুকে,
তাই আজ আমার গৃহ হতে
ফাগুন চলে যাচ্ছে
প্রিয়ার নতুন সাথীর কাছে।

No comments:
Write Post a Comment