Friday, October 5, 2018

বাংলাদেশের শেয়ার বাজারে স্বল্প পুজির বিনিয়োগকারীদের লাভবান হওয়ার কৌশল।

 

বাংলাদেশের শেয়ার বাজারে কম পুজির বিনিয়োগকারীদের লাভবান হওয়ার জন্য যা করা দরকার।


সল্প পুঁজির বিনিয়োগকারীদের লাভবান হওয়ার এবং  নিরাপদ থাকার  কৌশল:-

বাংলাদেশের শেয়ারবাজারে বড় বিনিয়োগকারীরা নানা কৌশল অবলম্বন করে তাদের পুঁজিকে নিরাপদ রাখার চেষ্টা করেন।কিন্তু বিপাকে পড়েন স্বল্প পুঁজির বিনিয়োগকারীরা।তবে স্বল্প পুঁজির বিনিয়োগকারীরাও যদি কিছু বিষয় লখ্য রাখতে পারেন এবং বিনিয়োগ কৌশলে পরিবর্তন আনতে সক্ষম হন, তাহলে বাজার থেকে তারাও ভালো মুনাফা সংগ্রহ করতে পারেন।

স্বল্প পুঁজির বিনিয়োগকারীদের নজরে যে ১১ বিনিয়োগ কৌশল মনে রাখা প্রয়োজন :

👉আপনি ব্যবসায়ী না হয়ে বিনিয়োগকারী হওয়ার চেষ্টা করুন।

👉কখনো সর্ট টার্মে বিনিয়োগ করবেন না। কমপক্ষে ৩০-৯০ কার্যদিবসের বিনিয়োগ করুন।

👉আপট্রেন্ড  এ  শেয়ার  কেনা পরিহার করুন। সব সময়  বটমের কাছাকাছি প্রাইজে এনট্রি দিন।

👉স্বল্প ও মাঝারি মুলধনের ফানডামেনটাল শেয়ারে বিনিয়োগ করুন। 

👉মাঝে মাঝে কিছু প্রফিট টেক করুন। তবে সব শেয়ার নিয়ে একদম টপ প্রাইজ পর্যন্ত যাওয়ার চেষ্টা করুন। এতে আপনার পোর্টফোলিও দ্রুত বাড়বে।

👉বাজারের বর্তমান পরিস্থিতির দিকে নজর রাখুন। পাবলিক সেন্টিমেন্ট অবজার করার চেষ্টা করুন।
👉এনট্রি দেয়ার আগে ভালো ভাবে পর্যাবেক্ষন/ পর্যালোচনা করে নিন, কোথায় এনট্রি দিচ্ছেন? কেন এনট্রি দিচ্ছেন !

👉এনট্রি দেয়ার পর ভয় পেয়ে, চিন্তা ভাবনা করে লাভ নেই। কনফিডেন্ট থাকুন।

👉ধৈর্য ধারণ করার অভ্যাশ করুন। শেয়ারবাজারে ধৈর্যের কোন বিকল্প নেই। “এখানে অধৈর্যের টাকা, ধৈর্যদের পকেটে যায়”।

👉বিশৃঙ্খল ট্রেড পরিহার করুন। খুব কম ট্রেড করুন। বেশি বেশি ট্রেড করলে ভুল হওয়ার সম্ভবনা বেড়ে যায়।
👉প্রচুর স্টাডি করুন বাজার সর্ম্পকে।এর রবকল্প নেই।
 
উড়ো খবর নিউজ, রিউমার,  ইত্যাদির  নির্ভরশীল হবেন না। এগুলো শতকরা ৭০% ক্ষেত্রে আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করবে।
source-internet

No comments:
Write Post a Comment