Tuesday, October 9, 2018

রবী ঠাকুরের অমর মিষ্টি প্রেমের কবিতা ’কৃষ্ণ কলি’ ।গ্রাম বাংলার এক অমর কাব্যিক দৃশ্য।

কৃষ্ণ কলি-রবীন্দ্রনাথ ঠাকুর।


রচনাকাল (বঙ্গাব্দ): ৪ আষাঢ়, ১৩০৭
কৃষ্ণকলি আমি তারেই বলি,  
 কালো তারে বলে গাঁয়ের লোক।

মেঘলা দিনে দেখেছিলেম মাঠে   
কালো মেঘের কালো হরিণ-চোখ।

ঘোমটা মাথায় ছিল না তার মোটে,  
 মুক্তবেণী পিঠের 'পরে লোটে।

কালো? তা সে যতই কালো হোক,
 দেখেছি তার কালো হরিণ-চোখ।
ঘন মেঘে আঁধার হল দেখে   
ডাকতেছিল শ্যামল দুটি গাই,
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে  
 কুটির হতে ত্রস্ত এল তাই।

Monday, October 8, 2018

হার্টের ব্যপারে ১৯ টি তথ্য- যা আপনি জানলে অবাক হবেন

হার্টের ব্যাপারে চমকপ্রদ ১৯ টি তথ্য যা আপনাকে অবাক করবে।


হার্ট
আপনি কি আপনার হার্টের ব্যাপারে কখনো ভেবেছেন। আপনার হার্ট বিশ্বস্তভাবে এবং অবিচলিত বীটের মাধ্যমে আপনার শরীরের সকল অংশে রক্ত পরিবহন করে।ক্লিভল্যান্ড ক্লিনিক আমাদের হার্টের ব্যাপারে অনেক কিছু চিন্তা করে। তারা ২০ বছর ধরে পরপর মার্কিন সংবাদ সংস্থা এবং বিশ্ব রিপোর্টে হার্টের যত্নের জন্য নাম্বার ১ হিসেবে সম্মানিত হয়েছেন। তারা আমেরিকার ৪ শীর্ষ হাসপাতালের মধ্যে একজন হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

নিম্নে হার্টের ব্যাপারে মজার ও আশ্চর্যজনক তথ্যগুলো দেয়া হল-

💔আপনি যত বেশি পড়াশোনা করবেন, আপনার হার্টের সমস্যা হবার ঝুঁকি ততই হ্রাস পাবে।

💔একটি স্বাভাবিক হার্টের আকার একটি হাফ ডলার এর সমান।

💔প্রথম যখন হার্টে পেসমেকার বসানো হয়েছিল তার আকার, আকৃতি ছিল ওয়াল সকেট এর মত।

💔হাসিখুশি ও শক্তিশালী অনুভূতির কারনে হার্টের সমস্যা অনেকাংশে দূর হয়। যারা বেশীরভাগ সময় হাস্যজ্জ্বল থাকে, তারা হার্টের ঝুঁকি হতে মুক্ত থাকে।

💔বছরে সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক হয় বড়দিনে অর্থাৎ, ২৫ ডিসেম্বর। এরপর ২৬ ডিসেম্বর ও ইংরেজি নববর্ষে হার্ট অ্যাটাকের সংখ্যা বেশি।

💔প্রথম হার্টের টিস্যু ৪ সপ্তাহের মধ্যে যত দ্রুত সম্ভব বীট করা শুরু করে।

💔গবেষণায় সর্বপ্রথম ভেজিটেরিয়ান ডায়েট এর সুফল ও উপকারিতা পাওয়া যায় “বাইবেলস বুক অফ ড্যানিয়েল” বইয়ে।
💔পৃথিবীর সবচেয়ে বড় হার্টের অধিকারী প্রানিদের মধ্যে নীল তিমি প্রথম। নীল তিমির হার্টের ওজন ১,৫০০ পাউন্ড।
💔স্টেথোস্কোপ আবিষ্কার হবার পূর্বে ডাক্তারেরা রোগীর হার্ট বরাবর কান রেখে হৃৎপিণ্ডের গতি নির্ণয় করত।
💔হার্টের রোগ ৩০০০ বছর পূর্বের মমীর মাঝে পাওয়া গেছে।

💔আপনার দুই হাত একে-অপরকে আলিঙ্গন করার পর হাতের মাঝে যে ফাঁকা অংশ থাকে, আপনার হার্টের পরিমাণ ততটুকু।
💔একদিনে হার্ট ১,০০,০০০ বার বীট করে।

💔প্রতিদিনের ব্যায়াম হার্টকে সবসময় সুস্থ রাখতে সাহায্য করে।

💔হার্টের সমস্যা শরীরের সবচেয়ে বড় রোগ। মহিলাদের ব্রেস্ট ক্যান্সার ও পুরুষের প্রোস্টেট ক্যান্সার এর তুলনায় হার্টের রোগ বেশি ঝুঁকিপূর্ণ।
💔হার্ট বীটের সাউন্ড আমাদের হাতের ভালভ লিফলেট খোলা ও বন্ধের সময় যে শব্দ হয়, তার সমান।
💔প্রতি মিনিটে আপনার হার্ট ১.৫ গ্যালন পরিমাণ রক্ত পাম্প করে।

💔আমাদের হার্ট একটি সমন্বয়কারী মেশিন। যার ডানদিক ফুসফুস থেকে রক্ত নেয় এবং বামদিক হতে দিয়ে শরীরে রক্ত সরবরাহ করে।
💔হার্টের ক্যান্সার হওয়া বিরল। কারন, হার্টের টিস্যু অনেক কম বয়স থেকেই বিভাজিত হওয়া বন্ধ করে দেয়।
হার্ট আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই সবসময় হার্টকে সুস্থরাখার চেষ্টা করুন।
(
(পোষ্ট টি ভাল লাগলে দয়া করে লাইক শেয়ার ও কমেন্ট করতে পারেন-আরো এ ধরনের পোষ্ট পেতে সাব্সক্রাইব করুন)                                                       (তথ্যসূত্র:Internet)

৩৫ বছর পর আপনার হার্ট ভাল রাখার জন্য সহজ কিছু উপায়

আপনার হার্ট যেসব উপায়ে খুব সহজেই ভাল রাখতে পারেন এবং জীবনকে করতে পারেন ঝুকিমূক্ত।

heart image

৩৫ বছরে পা দেওয়ার পরপর জীবনের চাপগুলো যেন হঠাৎ করেই  বাড়তে থাকে।জীবন অনেকটাই জটিলতায় পূর্ন হয়ে পড়ে। এ সময় ক্যারিয়ারের চাপ, সাংসারিক চাপ সমান তালে বাড়তে থাকে। 
এই চেপে বসা পরিস্থিতি হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তবে কিছু বিষয় আছে যেগুলো মেনে চললে হৃদরোগের ঝুঁকি অনেকটাই এড়িয়ে জীবন চমৎকার উপভোগ করা যায়। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে এই বাড়ন্ত বয়সে হার্ট ভালো রাখার অতি মূল্যবান কিছু পরামর্শ।যা আপনার জীবনের ঝুকি অনেকটাই কমিয়ে দেয়।

 চাপ এড়িয়ে কাজ করুন-কাজটাকে উপভোগ করুন-

অফিসের কাজের চাপ, পারিবারিক চাপ এড়ানো এত সহজ নয়। তবে এগুলোকে সামলাবেন কীভাবে সেটা তো শেখা যায়। যত রিল্যাক্স থাকবেন, শরীর তত চাপ নিয়ন্ত্রণ শিখবে। গবেষকরা বলেন, যেকোনো ধরনের ব্যায়াম চাপ দূর করে আপনাকে হালকা রাখতে সাহায্য করবে। চাপমুক্ত থাকতে যেটা আপনি পছন্দ করেন, এমন কোনো ব্যায়াম বেছে নিন। এ ছাড়া মেডিটেশন করুন বা পছন্দের কিছু করুন যা চাপমুক্ত রাখতে সাহায্য করবে।

 নিয়মিত ব্যায়াম করুন যখন যেভাবে সময় পান-

৩০ বছরের পর হার্ট ভালো রাখতে নিয়মিত ব্যায়াম করা জরুরি। প্রতিদিন ১৫ থেকে ৩০ মিনিট ব্যায়াম হার্টকে ভালো রাখে। এটা আপনাকে ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করবে, যা হার্ট ভালো রাখার আরেকটি বিষয়।

সবুজ শাকসব্জি সহ স্বাস্থ্যকর খাবার খান-

ছুটির দিনগুলোতে পরিবার বা বন্ধুদের সাথে কিংবা অফিসে কাজের চাপে আমরা অনেক সময়ই অস্বাস্থ্যকর খাবার খাই।বিশেষজ্ঞরা বলেন, হার্ট ভালো রাখতে এগুলো খাওয়া বাদ দেওয়া উচিত।
এই অস্বাস্থ্যকর খাবার ক্যালোরি এবং কোলেস্টেরল বাড়াবে এবং হৃদরোগের ঝুঁকি তৈরি করবে। 
আপনার খাদ্যতালিকায় প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি এসিড সমৃদ্ধ খাবার রাখবেন। তবে লাল মাংস (খাসি, গরু) খাওয়া এড়িয়ে চলুন।প্রচুর পরিমানে সবুজ শাকসব্জি খান।

ভালোভাবে পরিমিত ঘুমান-

ভালো ঘুম শরীরের জন্য খুবই জরুরি। ভালোভাবে না ঘুমালে স্ট্রোক এবং কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বেড়ে যায়। নির্দিষ্ট সময় ঘুমাতে যান এবং ঘুম থেকে উঠুন। ঘুমের আগে মদ্যপান, ধূমপান এবং ভারি খাবার পরিহার করুন।

লবণ এবং চিনির পরিমাণ একেবারে কমান-

লবণ এবং চিনির পরিমাণ কমান,বেশি চিনি খাওয়া দেহে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়ায়। আবার অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপ তৈরি করে।পুরোপুরি এগুলো বাদ দেওয়া সম্ভব নয়। তবে এগুলো খাওয়ার পরিমাণ কমান। পাশাপাশি ক্রিমযুক্ত খাবার যেমন কেক খাওয়া এড়িয়ে চলুন।


জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যপারে সতর্ক থাকুন-

আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে বা হৃদরোগের পারিবারিক ইতিহাস থাকে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির (পিল, প্যাচেজ) ব্যবহার হার্টের ক্ষতি করতে পারে। তাই এসব ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 সকালের নাস্তা অবশ্যই গ্রহন করবেন-

সকালের নাস্তা কখনোই এড়ানো যাবে না। স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণসম্পন্ন সকালের নাস্তা খাওয়া খুবই জরুরি। ভালোভাবে সকালের নাস্তা করলে এটি সারা দিন শরীরকে কর্মক্ষম রাখতে সাহায্য করবে।

Sunday, October 7, 2018

জীবনের প্রথম বসন্তের প্রথম বিরহের কবিতা।রোমান্টি কবিতা।প্রেমের কবিতা।

নামহীন- বসন্ত বিরহের প্রেমের কবিতা

-মো:ফরিদ হোসেন

প্রেমের কবিতা


ফাগুনের শেষ বেলা,
সন্ধা নেমেছে কিছু আগে।
মৃদ হাওয়ার বৃষ্টিতে-
সিক্ত হচ্ছে
আমার ঘরের আংঙ্গিনা,

আকাশ জুরে মেঘ,
তারারা সব চলে গেছে,
মেঘলা আধার ফুরে।
আমার হিদয়াকাশের
অনেক স্বপ্ন গাথা চাদটিও
হারিয়ে গেছে আজ।
দু:সময়ের অতলে।
দুরের কোন সুখী নীড়ে।

Friday, October 5, 2018

বাংলাদেশের শেয়ার বাজারে স্বল্প পুজির বিনিয়োগকারীদের লাভবান হওয়ার কৌশল।

বাংলাদেশের শেয়ার বাজারে কম পুজির বিনিয়োগকারীদের লাভবান হওয়ার জন্য যা করা দরকার।


সল্প পুঁজির বিনিয়োগকারীদের লাভবান হওয়ার এবং  নিরাপদ থাকার  কৌশল:-

বাংলাদেশের শেয়ারবাজারে বড় বিনিয়োগকারীরা নানা কৌশল অবলম্বন করে তাদের পুঁজিকে নিরাপদ রাখার চেষ্টা করেন।কিন্তু বিপাকে পড়েন স্বল্প পুঁজির বিনিয়োগকারীরা।তবে স্বল্প পুঁজির বিনিয়োগকারীরাও যদি কিছু বিষয় লখ্য রাখতে পারেন এবং বিনিয়োগ কৌশলে পরিবর্তন আনতে সক্ষম হন, তাহলে বাজার থেকে তারাও ভালো মুনাফা সংগ্রহ করতে পারেন।

স্বল্প পুঁজির বিনিয়োগকারীদের নজরে যে ১১ বিনিয়োগ কৌশল মনে রাখা প্রয়োজন :

জীবন সর্ম্পকে মনিষীদের কিছু মূল্যবান কথা যা আপনার জীবনকে পালটে দিতে পারে।

জীবন সর্ম্পকে মনিষীদের কিছু মূল্যবান কথা যা আপনার জানা দরকার।





জীবন সর্ম্পকে মনিষীদের কিছু মূল্যবান কথা যা আপনার জীবনকে পালটে দিতে পারে।

👉“ যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই॥ ”
—উইলিয়াম ল্যাংলয়েড।

👉“ সত্য একবার বলতে হয়; সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়; মিথ্যা বারবার বললে সত্য ৰলে মনে হয়॥ ”
—হুমায়ূন আজাদ।

👉"আপনি যখন অর্থ উপার্জন শুরু করবেন তখন আপনার জীবন মধুর হতে  শুরু করবে" -বালথ্যাজার গ্যাট্টি।

👉"সবাই কে ভালবাস,বিশ্বাস করো অল্প,কারো প্রতি ভূল করোনা"--উইলিয়াম শেক্সপীয়ার-।

👉"মাঝে মাঝে প্রশ্ন গুলো জটিল হলেও উত্তর গুলো হয় অতি সাধারন"-ড:সীউস।

👉 "আপনি দ্রুত যেতে চান, একা যান। আপনি দূরে যেতে চান, একসঙ্গে যান।"
-আফ্রিকান প্রবাদ-।
👉
👉

Thursday, October 4, 2018

প্রথম জীবনের প্রথম প্রেমের কবিতা।

ব্যর্থ প্রেমের কবিতা 💘💔”আত্ম দহন’’💘💔

মো:ফরিদ হোসেন


মধ্যান্হের শেষ ভাগ-
পশ্চিমের কোনে,
সুর্য হেলে পরেছে বেশ খানিকটা ।
বাতাসের তারে
বার বার মাটির বুক হতে,
গন্ধ শুকে যাচ্ছে কচি পেয়ারার শাখা গুলো।
রৌদ্র দগ্ধ সবুজ ঘাশ গুলোও
গায়ে মেখেছে হলুদের বরণ।